Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

ব্রাজিলীয়ানরা ক্রিপ্টোতে আয়কর দিতে পারবে

Published

on

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের প্রাচীনতম ব্যাংক “Banco do Brasil” বলেছে এখন থেকে করদাতারা Cryptocurrency ব্যবহার করে তাদের কর পরিশোধ করতে পারবে। এই পদক্ষেপটি ব্রাজিলীয়ান করদাতাদের ডিজিটাল সম্পদের ইকোসিস্টেমের সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দিবে এবং একই সাথে খুব সহজেই কর পরিশোধ করার মতো সুবিধা দেবে।

ব্রাজিলের শহর “Rio de Janeiro” ২০২২ সালের অক্টোবরে করের পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা শুরু করে। মূলত এরই ধারায় অন্যান্য ব্যাংক গুলোতেও একইরকম প্রতিক্রিয়া দেখা দেয়।

বর্তমানে ক্রিপ্টো মাধ্যমে কর পরিশোধের এই সুবিধাটি শুধুমাএ “Banco da Brasil” ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এরই সাথে যেসব করদাতা ক্রিপ্টোতে কর প্রদান করবে তাদেই সকল ক্রিপ্টো “Bitfy” এর হেফাজতে থাকবে। এখানে “Bitfy” ব্রাজিলীয়ান ব্যাংকের “collection partner” হিসেবে কাজ করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীরা একটি সরল প্রক্রিয়ার মাধ্যমে তাদের কর পরিশোধ করতে পারবেন। এখানে তাদের কি পরিমাণ কর প্রদান করতে হবে, কোন কোন ক্রিপ্টোতে কর পরিশোধ করা যাবে, করের টাকা ব্রাজিলীয় মুদ্রায় রূপান্তরে কি পরিমাণ ক্রিপ্টের প্রয়োজন হবে সবকিছুর বিস্তারিত তথ্য পাবে। এভাবে তারা খুব সহজেই ক্রিপ্টোকারেন্সিকে স্খানীয় মুদ্রায় রূপান্তর করে কর দিতে পারবে।

২০২২ সালের ডিসেম্বরে, ব্রাজিল একটি নতুন নিয়ন্ত্রক কাঠামো পাশ করে যা অর্থপ্রদানের পদ্ধতি হিসেবে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকে বৈধতা প্রদান করে। এই আইনটি চলতি বছরের জুন মাসে কার্যকর হওয়ার কথা আছে। তবে সকল বিনিয়োগকারীদের এই কর দেয়ার প্রয়োজন নেই, শুধুমাএ যারা 35,000 reals (প্রায় $6,711) এর বেশি লেনদেন করছেন শুধু তাদেরকেই আয়কর দিতে হবে।

Bitfy এর প্রতিষ্ঠাতা এবং সিইও “Lucas Schoch” বলেছেন যে “নতুন এই ডিজিটাল অর্থনীতি ব্যবস্থাটি ভবিষ্যতের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে।”

ব্রাজিলের একটি জনপ্রিয় অর্থপ্রদানের পদ্ধতি “boleto” এর মতো বারকোড স্ক্যান করে করদাতারা তাদের ট্যাক্স বিল গ্রহন করতে পারবে বলে ব্যাংকটি জানায়।

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন- https://t.me/coinalapnews

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।