সম্পৃতি ইলন মাস্ক, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার (TSLA) সিইও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে (TWTR) ৪১.৩ বিলিয়ন ডলারে কেনার অফার দেয়। মাস্কের ঘোষণার পর টুইটারের শেয়ার প্রি-মার্কেট ট্রেডিং এ ১২ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
তিনি তার ঘোষনায় টুইটারকে (TWTR) সম্পূর্ণরূপে কিনতে চান এবং প্রতি শেয়ারের জন্য $৫৪.২০ ডলার অফার করেন।
মাস্ক টুইটারের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। তিনি $২.৮৯ বিলিয়ন ডলারে মাস্ক টুইটারের ৯.২% স্টেক ক্রয় করেন। সম্পৃতি টুইটারের নিয়ন্ত্রন বোর্ডে তার জয়েন করার কথা থাকলেও পরবর্তীতে টুইটারের সিইও পারাগ আর্গায়াল বলেন তিনি টুইটারের নিয়ন্ত্রন বোর্ড জয়েন করছেন না।
প্রায় মাস্কের এমন ঘোষনায় ক্রিপ্টো মার্কেটগুলোর গতি পরিবর্তন হয়ে যায়। যেমন মাস্কের টুইটারে বিনিয়োগের ঘোষনায় মিমি (meme) ক্রিপ্টো ডজকয়েন (Dogecoin) এর মূল্য ১১% বৃদ্ধি পায়।
এরই সাথে টুইটারও তাদেরকে একটি ক্রিপ্টো ফ্রেন্ডলি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলেছে যেখানে বিটকয়েন দিয়ে টিপস্ দেয়ার সুবিধা যোগ করা হয়েছে। এরই সাথে ফেব্রুয়ারিতে তারা তাদের এই সুবিধাটাকে সম্প্রসারণ করে ইথার (Ether) এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।