এই সপ্তাহে ডোজকয়েনের দৈনিক লেনদেনের পরিমাণ নতুন রেকর্ড করেছে। দৈনিক প্রতিদিন লেনদেন এর পরিমাণ ছাপিয়ে গিয়েছে বিটকয়েন এবং লাইটকয়েনের লেনদেনের পরিমাণকে।
সম্প্রতি, ডোজকয়েন ব্লকচেইনে টোকেন তৈরী করার সুবিধা চালু করা হলে ডোজকয়েনের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩০ গুণ থেকেও বেশী। বর্তমানে, যে কেউ চাইলেই ইথেরিয়াম কিংবা বাইন্যান্স ব্লকচেইনের মত, ডোজকয়েন ব্লকচেইনেও টোকেন তৈরী করতে পারবে। খুব সাম্প্রতিক একটা আপগ্রেডে ডোজকয়েনে এই সুবিধা দেয়া হচ্ছে। ডোজকয়েন ব্লকচেইনে নির্মিত টোকেনগুলোর নাম হবে DRC20 টোকেন, যা বিটকয়েন ব্লকচেইনে নির্মিত হলে বলা হয় BRC20 টোকেন।
বিটইনফোচার্ট এর তথ্যমতে, গত রবিবার, ডোজকয়েন ব্লকচেইনে ৬৪৫০০০ এর বেশী লেনদেন সম্পন্ন হয় যা ডোজকয়েন ব্লকচেইনের ইতিহাসে সর্বোচ্চ, যা বিটকয়েন কিংবা লাইটকয়েন ব্লকচেইনে সম্পন্ন হওয়া লেনদেনের মধ্যেও এক দিনের সর্বোচ্চ। উল্লেখ্য, এরপরেই, বুধবার থেকে অবশ্য লেনদেনের পরিমাণ স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে।
এর আগে, ডোজকয়েন ব্লকচেইনে সাধারনত দৈনিক ২০০০০ এর কাছাকাছি লেনদেন হত। তবে, মে মাসের ৯ তারিখ DRC20 টোকেনের ঘোষনার পর থেকে ধীরে ধীরে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।
DRC20 টোকেনের মাধ্যমে এখন চাইলে ডোজকয়েন ব্লকচেইনে টোকেন তৈরী করতে পারবে। উক্ত টোকেনের ট্রাঞ্জেকশন ফি হবে ডোজকয়েন যেমনটা ইথেরিয়াম ব্লকচেইনে কোন টোকেন লেনদেনে ফি দিতে হয় ইথার দিয়ে। DRC20 টোকেন সুবিধা আপগ্রেড করায় এখন ডোজকয়েনে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সংযুক্ত করা খুবই সহজ হবে। খুব শীঘ্রই আমরা ডোজকয়েন ব্লকচেইনের উপর নির্মিত অনেক ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্ম দেখতে পাবো বলা যায়।
যদিও ডোজকয়েন ব্লকচেইনে এত পরিমাণ লেনদেন আগে দেখা যায় নি, DRC20 টোকেন এর কারণে লেনদেন বৃদ্ধি পেয়েছে বহুগুণে, তবে অনেকেই এই DRC20 টোকেন ডোজকয়েনের জন্য হুমকিস্বরুপ দেখছেন। তাদের মতে, DRC20 টোকেন সুবিধাটি ডোজকয়েন ব্লকচেইনের জন্য ভবিষ্যতে অনেক সমস্যা নিয়ে আসবে। মানুষ যখন ডোজকয়েন ব্লকচেইনে DRC20 টোকেন তৈরী করা শুরু করবে তখন ডোজকয়েন ব্লকচেইনে লেনদেনের ফি অনেক বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি লেনদেনের গত অনেক ধীর হয়ে যাবে কারণ তখন ডোজকয়েন ব্লকচেইনে অনেক লেনদেন সম্পন্ন হবে।
একজন টুইটারে জানিয়েছেন এইটা ডোজকয়েন ব্লকচেইনের জন্য লজ্জাজনক ব্যাপার কারণ ডোজকয়েনকে মানুষ প্রতিদিনের কাজে ব্যবহার করে আসছে। DRC20 টোকেন এর কারণে এই নেটওয়ার্কে ভবিষ্যতে লেনদেন ফি বৃদ্ধি পাবে এবং মানুষ দৈনন্দিন কাজে আর ডোজকয়েন ব্যবহার করতে পারবে না।
লেনদেনে অতিরিক্ত ফি এবং ধীর গতি যে কোন ব্লকচেইনের জন্য হুমকিস্বরুপ। যদি বেশিরভাগ মানুষ অতিরিক্ত ফি কিংবা ধীর গতির জন্য কোন কয়েন ব্যবহার না করে তাহলে সে কয়েন হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশী, যদিও সবসময় যে হবে তা নয়। বিটকয়েন ব্লকচেইনের উপর নির্মিত BRC20 টোকেন এবং বিটকয়েন এনএফটি বিটকয়েন অর্ডিনাল এর হাইপের কারণে বিটকয়েন এ লেনদেন করতে অনেক বেশী ফি দিতে হত গত কয়েকদিন আগেও, যদিও বর্তমানে অনেকটা স্থিতিশীল হয়েছে।