তুরস্কের আর্থিক অপরাধ তদন্ত বোর্ড(মাসাক) ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ বাইনান্সের লোকাল ইউনিট ‘তুরস্ক বাইনান্স’কে ৮ মিলিয়ন লিরা(৭৫১২১৪ মার্কিন ডলার) জরিমানা করেছে। গতকাল শনিবার রাষ্ট্র-নিয়ন্ত্রিত পত্রিকা এনাডলু এই তথ্য প্রকাশ করে।
মাসাক বা আর্থিক অপরাধ তদন্ত বোর্ড যা তুরস্কের অর্থ ও ট্রেজারি মন্ত্রনালয়ের অধীনে গোয়েন্দা ইউনিট হিসেবে কাজ করে। ক্রিপ্টো একচেঞ্জ বাইনান্সের তুরস্কের কার্যক্রমে অপরাধমূলক মানি লন্ডারিং এর প্রমাণ পায়।
মাসাকের ৫৫৪৯ নং ধারা যা এএমএল নামে পরিচিত। এই ধারা অনুযায়ী মাসাক মানি লন্ডারিং এর জন্য এই জরিমানা করে। এএমএল আইনে তুরস্কে যেকোনো প্লাটফর্মে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য যেমন- জন্মতারিখ, উপাধি, টি.সি নম্বর প্রভৃতি তথ্য মাসাক যে কোনো সময় অনুসন্ধানের স্বার্থে চাইতে পারে।
বাইনান্স পৃথিবীর সর্ববৃহৎ ক্রিপ্টো একচেঞ্জ। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ২৮.৫ মিলিয়নের অধিক ব্যবহারকারী রয়েছে। উল্লেখ্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ব্যাপকহারে বেড়ে যাওয়ার কারনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছেন।