বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান পেপাল ব্রিটেনে তাদের ক্রিপ্টোকারেন্সি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাইরে এটিই প্রথম দেশ যেখানে পেপাল গ্রাহকদের সুবিধার জন্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন শুরু করতে যাচ্ছে। গতবছর অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করে পেপাল।চার ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন ব্রিটেনের পেপাল গ্রাহকেরা। বিটকয়েন, লাইটকয়েন, ইথার, বিটকয়েন ক্যাশ ক্রয়, বিক্রয় ও সংরক্ষণ করতে পারবেন পেপালের মাধ্যমে। সুবিধাটি এই মাসেই শুরু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত দেশব্যাপি পরিচালিত হবে।পেপালের বানিজ্যিক উপদেষ্টা জানান, এই সুবিধা শুধুমাত্র সাধারন গ্রাহকদের জন্য প্রযোজ্য। বিজনেস একাউন্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। তবে ভবিষ্যতে গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন নীতিমালা পরিবর্তন হতে পারে।২০০০ সাল থেকে পেপাল অনলাইন বিক্রেতাদের জন্য অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। ২০০২ সালে পেপাল ই-বে এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে মালিকানা পরিবর্তন করে।