সিপিএল (CPL – Crypto Premier League) সর্বপ্রথম ওপেন-চেইন ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম যেখানে আপনি শুধুমাত্র গেম খেলেই ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারবেন।
এপসটিতে শুধুমাত্র গেম খেলেই দারুণ পরিমানে আর্ন করতে পারবেন, এছাড়াও রেফারেল এবং ইনভেস্টমেন্ট এর মাধ্যমে ও বেশ ভালো পরিমাণেই আর্ন করতে পারবেন।
এখানে তিনভাবে আর্ন করা সম্ভব। ★ রেফারেলের মাধ্যমে ★ গেল খেলে এবং ★ বিনিয়োগের মাধ্যমে
খুবই সামান্য কিছু স্টেপ ফলো এখানে একাউন্ট করে আর্ন করতে পারবেন। ১। একাউন্ট ক্রিয়েট করুন ২। ব্যাকআপ প্রেজটি সেভ করে রাখুন ৩। গেম খেলুন আর আপনার ফ্রেন্ডদের রেফার করে আর্ন করুন আনলিমিটেড কিংবা সামান্য ইনভেস্ট করে আর্ন করুন।
রেফার করে ক্রিপ্টোকারেন্সি আয় করুন
এপসটিতে শুধুমাত্র রেফার করেই পাবেন আনলিমিটেড ইনকামের সুযোগ। এখানে আপনি একটি রেফারেল লিংক পাবেন, যেটি আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করলে, তারা ওই লিংক দিয়ে এপটি ডাউনলোড করলে, আমি রিভিনিউ পাবেন। ★★ প্রতি ১০০ রেফার এর জন্য $১০০ ডলার পাবেন★★
সিপিএল তাদের নিজস্ব টোকেন,যদি ও এটি এখনো লঞ্চ হয়নি। তবে এই বছরের মাঝামাঝি সময়ে এটি আসতে পারে। এটির মূল্য এখনো ফিক্সড নেই। তবে ধারণা করা হচ্ছে প্রতিটি টোকেন এর মূল্য ৫০ সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত ও হতে পারে।এটি বাইন্যান্স এ লিস্টেড হতে পারে।
ওয়ালেট তৈরী
প্রথমে আমাদের দেওয়া এই লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে এপসটি ডাউনলোড করে নিন।
তারপর একে একে এই স্টেপ গুলো ফলো করুন👉👉👉 👉👉my wallet 👉👉Create New wallet 👉👉Backup Wallet 👉👉Copy your private key ( tap to copy) তারপর এই কপি করা প্রাইভেট কি, নির্দিষ্ট কোথাও সেভ করে রাখতে ভুলবেন না। 👇👇👇ওয়ালেট তৈরী শেষ 👇👇👇
কিভাবে গেম খেলবেন এবং ক্রিপ্টোকারেন্সি আয় করবেন
ওয়ালেট তৈরী হলে আপনি এপের হোমে যান। সেখানে আমি অনেকগুলো অপসান পাবেন। তার মধ্যে ইন্টারফেসের উপরেই দেখতে পাবেন Enter Game । এই অপসানে ক্লিক করলে গেম খেলা শুরুর আগে আপনাকে বিভিন্ন স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক কিভাবে গেমটি খেলতে হবে।
এছাড়াও এখানে রয়েছে, আরো অপসান, যেমন রিডিম রিপয়ার্ড,হাউ টু প্লে, ডেফি ওয়ালেট।এই অপসান গুলো সবই টিউটোরিয়াল। অর্থাৎ এই এপ থেকে কিভাবে আর্ন করবেন, কিভাবে খেলবেন, কিভাবে উইটড্র করবেন, সবই এখানে আপনাকে শিখিয়ে দেয়া হবে।
সিপিএল এপটিকে আপনি আপনার টুইটার কিংবা টেলিগ্রাম একাউন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন।
এপটির সুবিধা
এটিতে আপনি বিএনবি এবং এপসটির নিজস্ব টোকেন সিপিএল আর্ন করতে পারবেন। সিপিএল টোকেনটি এখনো লঞ্চ হয়নি। এ বছরের মাঝামাঝি সময়ে এটি আসতে পারে। তবে আপনি আর্ন করা সিপিএল টোকেনকে অন্য টোকেন কিংবা বিএনবি তে সোয়াপ করতে পারবেন।
উইথড্র
আপনি সহজেই উইথড্র অপশনে গিয়ে আপনার আর্ন করা টোকেন উইথড্র করতে পারেন।এক্ষেত্রে সিপিএল টোকেনের প্রাইস ৫০ সেন্ট থেকে ১ ডলার এর ও বেশি হতে পারে।আর উইথড্র করতে সমস্যা হলে, রিডিম রিওয়ার্ড অপশনে ক্লিক করে,দেখে নিতে পারেন, পুরো প্রক্রিয়া।
অসাধারণ এবং চমৎকার একটি এপ সিপিএল। অনেক গুলো সুবিধা এবং সহজ আর্নিং প্লাটফর্ম সিপিএল প্রিমিয়ার লীগ।