সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন দ্বন্দে রাশিয়াকে বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান রুবল প্রায় ৩০% মুল্য হারায়। পক্ষান্তরে, বিটকয়েন এর দাম গতকাল প্রায় ১৫% এর বেশি বৃদ্ধি পায়। ফলে, রাশিয়ান রুবলকে মার্কেট ক্যাপিটাল এর হিসেবে পিছনে ফেলে বিটকয়েন।
এছাড়াও, সম্প্রতি বিটকয়েন এর দাম বৃদ্ধির কারনে থাই কারেন্সি এবং মেক্সিকান পেসোকে পিছনে ফেলে বিটকয়েন বর্তমানে বিশ্বের ১৪তম বৃহৎ কারেন্সি হিসেবে অবস্থান নেয়।
বর্তমানে বিটকয়েন এর মার্কেট ক্যাপিটাল ৮৭৫ বিলিয়ন ডলার। পক্ষান্তরে, রাশিয়ান রুবলের মার্কেট ক্যাপিটাল ৬৭৫ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, এর আগে গতকাল বিটকয়েন ৩৯০০০ ডলারের আশেপাশে ছিল এবং ১৭ নাম্বার অবস্থানে ছিল। গতকাল বিকেলের পর থেকেই বিটকয়েনের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায় এবং তখন থেকে এই প্রতিবেদন লেখা অবদি বিটকয়েন এর দাম সর্বোচ্চ ৪৪২০০ ডলার পর্যন্ত উঠে। এতেই বিটকয়েন এর মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পায় এবং ৩ টি ফিয়াট কারেন্সিকে পিছনে ফেলে ১৪তম অবস্থানে আসতে সক্ষম হয়।
এর আগে বিটকয়েন ২০২১ সালে সর্বোচ্চ ৩য় সর্ববৃহৎ কারেন্সি হিসেবে অবস্থান নেয়। সুত্র- ডিক্রিপ্ট