মাইকেল সেইলর এর মাইক্রোস্ট্রাটেজির সাম্প্রতিক এক রেগুলেটরি ফাইলিং থেকে জানা যায় কোম্পানিটি গত ডিসেম্বর ৩০ তারিখ থেকে জানুয়ারী ৩১, ২০২২ এর মধ্যে আরো ৬৬০ টি বিটকয়েন ক্রয় করেন।
উক্ত ফাইল থেকে জানা যায় তারা গত এক মাসে প্রায় ২৫ মিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করে। তাদের গড় ক্রয়মুল্য ছিল প্রায় ৩৭৮৬৫ ডলার।
এ নিয়ে তাদের মোট বিটকয়েন এর সংখ্যা দাড়ালো ১২৫০৫১ বিটকয়েন যার বর্তমান মুল্য প্রায় ৪.৮ বিলিয়ন ডলার।
কোম্পানিটি এই পর্যন্ত যা বিটকয়েন ক্রয় করেছে তার গড় মূল্য ৩০২০০ ডলার।
কোম্পানিটি এর আগে ডিসেম্বর ৩০ তারিখে ৯৪.২ মিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয়ের ঘোষনা দিলেও এর পরে আর কোন আপডেট দেয় নি। আজ তাদের অফিসিয়াল রেগুলেটরি ফাইলিং থেকে এই তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।
মাইক্রোস্ট্রাটেজির বাইরে মাইকেল সেইলর এর কথা অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে ১৭৭৩২ টি বিটকয়েন হোল্ড করছেন যার বর্তমান মুল্য ৬৮৫ মিলিয়ন ডলারের মত।