প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিটকয়েন বিক্রি করে স্বর্ণে বিনিয়োগ করছে এমনটাই জানিয়েছেন জেপিমর্গান। গত দুই কোয়ার্টারে বিটকয়েনে বিটকয়েনে বিনিয়োগের যে প্রবণতা ছিল সেটা কমেছে এবং এখন স্বর্ণে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।
সিএমই বিটকয়েন ফিউচার কন্ট্রাক্টের তথ্য অনুযায়ী বড় বিনিয়োগকারীদেরকে বিটকয়েনে বিনিয়োগ থেকে স্বর্ণে বিনিয়োগের প্রতি ঝুক্তে দেখা যাচ্ছে।
এই খবর প্রকাশের পর থেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ধ্বসে পড়ে এবং প্রায় ২৫% মার্কেট ক্যাপিটাল হারিয়ে ১.৫০ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
বিটকয়েন প্রায় ২০% দর হারিয়ে সর্বনিন্ম ৩০ হাজারে ডলারে নামে, যদিও খুব শীঘ্রই বিটকয়েনের দাম রিকভার হয়ে এখন ৩৫ হাজার ডলারে অবস্থান করছে।
বিটকয়েন একটানা প্রায় দুই কোয়ার্টার বা ৬ মাসের মত উর্ধ্বগতিতে ছিল এবং সেটা সর্বোচ্চ ৬৪০০০ ডলার পর্যন্ত উঠেছিল।
একই সপ্তাহে বিটকয়েন তথা পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড দ্বিতীয়বার হল যার ফলে মার্কেট ক্যাপিটাল প্রায় ৪০% মত কমে গিয়েছে। এর আগে ইলন মাস্ক টেসলার বিটকয়েন এর প্রতি বিরুপ প্রতিক্রিয়া জানানোর পর দাম কমে।