Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

বিটকয়েন এর দাম কমে যাওয়ার কারণ

Published

on

বিটকয়েন এর দাম সম্প্রতি প্রায় ৮% কমেছে। শুক্রবার সকালে বিটকয়েন এর দাম কমে ১৯৭০০ ডলারে নেমে আসে যা গত দুই মাসের সর্বনিম্ন।

সিলভারগেট ব্যাংকের বিপর্যয়, কুকয়েন এর বিরুদ্ধে মামলা এবং ফেডারেল রিজার্ভ এর চেয়ারম্যান জেরোম পাওয়েল এর কঠোর সতর্কবার্তার পর থেকেই মুলত ক্রিপ্টোকারেন্সি ট্রেডারদের সেন্টিমেন্ট পরিবর্তন হতে থাকে। যার ফলস্বরুপ, বিটকয়েন এর দাম বর্তমানে ১৯৭০০ তে নামে।

ট্রেডাররা ২১৫০০ এর শক্তিশালী সাপোর্ট ভেঙে যাওয়ায় খুবই চিন্তিত। যদিও অনেকেই এর আগে বলেছিল বিটকয়েন এর দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, কিন্তু বর্তমানে তারাও খুবই চিন্তিত যে বিটকয়েন এর দাম আরো কমার সম্ভাবনা রয়েছে।

একই অবস্থা বিরাজমান ইথেরিয়াম এর দামের ক্ষেত্রেও। ইথেরিয়ামের দামও এই মাসে ১৪০০ ডলারে নেমেছে। অনেকেই ধারনা করছেন ইথেরিয়াম এর দাম কমতে পারে আরো।

এর আগে গত মঙ্গলবার, জেরোম পাওয়েল জানান, “ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, আমরা যা ভাবছি তার চেয়েও বেশি মুদ্রাস্ফীতি হতে পারে।”

S&P 500 এবং Dow এর সাথে ক্রিপ্টোকারেন্সি দাম খুবই নির্ভরশীল। জেরোম পাওয়েল এর এই ঘোষণার পর, আমেরিকার বেশিরভাগ সূচক (শেয়ারবাজারের অবস্থান নির্ধারক) কমতে দেখা যায় যা এখনো চলমান। কারণ, আগামীকাল ১০ তারিখ ইউ.এস জবস রিপোর্ট প্রকাশিত হবে।

মুদ্রাস্ফীতি ছাড়াও আরো যে বিষয়টি ট্রেডারদের ভাবাতে পারে তা হল বেশিরভাগ ব্যাংক ২০২৩ এ মন্দা পরিস্থিতি আশা করছে।

ক্রিপ্টোকারেন্সিতে ইউ.এস এর হস্তক্ষেপ

সেন্ট্রালাইজ স্টেকিং থেকে শুরু করে প্যাক্সোস এবং বাইন্যান্সের উপর যে রোলার কোস্টার চালিয়েছিল SEC, তার ভাইরাস এখন কুকয়েনেও ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক এটর্নি জেনারেল লেতিটিয়া জেমস (Letitia James) কুকয়েন এর বিরুদ্ধে একটি মামলা করেছেন। তিনি কুকয়েন এর বিরুদ্ধে এই অভিযোগ আনেন যে, “ইথার একটি সিক্যুরিটি। কুকয়েনে ইথার ট্রেডিং হচ্ছে। কিন্তু কুকয়েনের ইথার তথা সিক্যুরিটি ট্রেডিং করার লাইসেন্স নেই।” এইখানে জেনে রাখা ভালো, বিটকয়েন ব্যতীত অন্য সকল ক্রিপ্টোকারেন্সিকে সিক্যুরিটি বলেছিলেন SEC চেয়ারম্যান গ্যারি গ্যাংসলার।

এফ.টি.এক্স এর পতনের পর থেকেই আমেরিকান আইনপ্রণেতারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে খুবই বিরক্ত। তাই তারা মার্কেট নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

আইনপ্রণেতা, নিয়ন্ত্রক এবং ক্রিপ্টোকারেন্সি এই তিনটি জিনিস একে অপরের থেকে অনেক দূরে। নিয়ন্ত্রক সংস্থাগুলো অনেক আগে থেকেই ক্রিপ্টোকারেন্সিকে ভুলভাবে দেখে আসছে। যার ফলস্বরুপ, বর্তমানে ক্রিপ্টোকারেন্সিকে সিক্যুরিটি বলছেন। তবে, একটা ব্যাপার আমি খুবই পছন্দ করি। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ গুলো যেভাবে ব্যবহারকারীদের ফান্ড ব্যবহার করছে, ব্যবহারকারীদের ফান্ডের কোন নিরাপত্তাই থাকছে না। ইউ.এস কিন্তু সেটা নিয়েও অনেক কথা বলেছে এবং দমন করার চেষ্টা করছে।

বিটকয়েন এর দাম আরো কমে যাবে?

মার্কেটে বর্তমানে অস্থির অবস্থা বিরাজমান। লেখকের ব্যক্তিগত মতামত অনুযায়ী এই ট্রেন্ড চলতে থাকবে। কারণ, ইউ এস মার্কেটকে খুবই নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাচ্ছে যার ফলস্বরুপ, মার্কেটে দু একটা ঝড় যেতে পারে। তাই, আমি ধারনা করছি দামের নিম্নগতি চলতে থাকবে আরো কিছুদিন।

এইটা কোন ফিন্যান্সিয়াল এডভাইস না।

Continue Reading
Advertisement
2 Comments

2 Comments

  1. Shakil Taj

    March 10, 2023 at 11:42 am

    Ami mone kori 18 porjonto nambe.then 25 or 28 giye abar damp dibe.16k er niche jawa possible na amar mote.

  2. admin

    March 10, 2023 at 2:05 pm

    বিটকয়েন এর দাম নিয়ে আমি প্রেডিক্ট খুবই কম করি। তবে ১৬কে এর নিচে যাওয়া সম্ভব না এইটা বলা মুশকিল। আপনার মতামত এর জন্য ধন্যবাদ।

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।