মধ্যপ্রাচ্যে ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ হিসেবে বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি লেনদেন সেবা শুরু যাচ্ছে। গতকাল বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক নীতিগতভাবে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ বাইনান্সের আবেদন গ্রহন করেছে। আবেদনের পূর্ন বাস্তবায়নের পরেই বাহরাইনের জনগণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন বাইনান্সের মাধ্যমে।
বাহরাইন উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ বাইনান্সের সাথে যুক্ত হলো। এর আগে ২০১৯ সালে ডিজিটাল কারেন্সি বিল পাশের মাধ্যমে এক নতুন যুগের সুচনা করেছিল। এবছরের শুরুতে মানামা ভিত্তিক একচেঞ্জ CoinMENA কেও লাইসেন্স প্রদান করে বাইরাইন।
গতকাল বার্তাসংস্থা ব্লমবার্গ জানায়, এই লাইসেন্স এর মাধ্যমে উপসাগরীয় দেশ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রিপ্টোকারেন্সির প্রসার খুব দ্রুত বৃদ্ধি পাবে।তবে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ এর সিইও এক ইমেইলের মাধ্যমে ব্লমবার্গকে জানায়, ‘ এখনো আবেদনের প্রক্রিয়া পুরন করতে সময় প্রয়োজন।’