Connect with us

গাইডলাইন

বাইন্যান্স কি? কিভাবে বাইন্যান্স ট্রেডিং করা যায়?

Published

on

বাইন্যান্স ট্রেডিং

বাইন্যান্স এর নাম ক্রিপ্টোকারেন্সি জগতে শুনেন নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করছেন অথচ বাইন্যান্স একাউন্ট কেউ খুলেন নাই হয়ত এমন লোক খুজে পাওয়াও কষ্টকর হবে। কিন্তু যারা নতুন তাদের জন্য হয়ত বাইন্যান্স নামটাই প্রথম শোনা হচ্ছে কিংবা শুনলেও আসলে বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম জানেন না কিংবা কিভাবে বাইন্যান্স ট্রেডিং করতে হয় সেটা সম্পর্কে ধারণা কম। এই আর্টিকেল লেখার উদ্দেশ্য শুধু তারাই যারা বাইন্যান্স এ একদম নতুন এবং বাইন্যান্স ট্রেডিং শুরু করতে চান।

বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং
বাইন্যান্সে একাউন্ট করতে এইখানে ক্লিক করুন।

বাইন্যান্স কি

বাইন্যান্স একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বলতে বোঝায় যেখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা যায়, মানে ক্রিপ্টোকারেন্সি ক্রয় এবং বিক্রয় করা যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন ক্রিপ্টোকারেন্সি তো আমাদের অনেক লোকাল ওয়েবসাইটেও ক্রয় বিক্রয় করা যায়। তাহলে বাইন্যান্স কেন ব্যবহার করবো। আমাদের লোকাল কিছু ওয়েবসাইট আছে যেখানে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করা যায় তবে সেগুলোর কিছু সমস্যা আছে। যেমন- বিশ্বস্ততা, ক্রিপ্টোকারেন্সির দামের হেরফের। এর চেয়ে বড় কথা হল ওইটা আসলে ট্রেডিং এর মধ্যে পড়ে না। বাইন্যান্স আপনাকে দিবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর সবচেয়ে সেরা অভিজ্ঞতা। বর্তমানে বাইন্যান্স ছাড়াও আরো অনেক এক্সচেঞ্জ রয়েছে।

আবারো প্রশ্ন আসছে এত এক্সচেঞ্জ থাকতে বাইন্যান্স কেন ব্যবহার করবেন?

২০১৭ সালে বাইন্যান্স তাদের যাত্রা শুরু করে এবং বর্তমানে তাদের অবস্থান একদম প্রথম সারিতে। বাইন্যান্স এ বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে। কেন বাইন্যান্স সবার প্রিয় এক্সচেঞ্জ? এর কারণ হল তাদের এক্সচেঞ্জের অবকাঠামো বা গঠন নতুনদের জন্য খুবই সহজ, মানে একেবারে নতুন একজন ব্যবহারকারি ব্যবহার হলেও বাইন্যান্স এক্সচেঞ্জে একাউন্ট খুলেই সাথে সাথে ব্যবহার করতে পারবেন। আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না কিভাবে কি করতে হয়। এছাড়াও তাদের এক্সচেঞ্জে ট্রেডিং ফি খুবই কম, লিকুইডিটি বেশি। লিকুইডিটি মানে কোন ক্রিপ্টোকারেন্সি আপনি যখন ইচ্ছে মার্কেটের দাম অনুযায়ী বিক্রি করতে পারছেন কি না। যেহেতু বাইন্যান্সে ব্যবহারকারীর সংখ্যা বেশি, তাই বাইন্যান্স এ লিকুইডিটিও বেশি।

বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম

বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম একদম সহজ। আপনাকে শুধু তাদের দেয়া স্টেপগুলো ফলো করতে হবে। বাইন্যান্স একাউন্ট খুলতে হলে আপনার যা যা থাকা লাগবে-

  • একটি মোবাইল অথবা কম্পিউটার
  • একটি ইমেইল এড্রেস
  • জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড

উপরের এইসকল জিনিস থাকলেই আপনি বাইন্যান্স একাউন্ট খুলতে পারবেন। আমি নিচে বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত স্টেপগুলো তুলে ধরছি।

বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম

প্রথমেই আপনাকে বাইন্যান্স এর ওয়েবসাইটে যেতে হবে। অথবা আপনি চাইলে মোবাইলে এপ ডাউনলোড করেও বাইন্যান্স একাউন্ট খুলতে পারেন।

বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং
বাইন্যান্সে একাউন্ট করতে এইখানে ক্লিক করুন।
বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং

স্টেপ ১
ছবির মত সাইন আপ অপশনে ক্লিক করুন।

স্টেপ ২
আপনি যদি ইমেইল দিয়ে বাইন্যান্স একাউন্ট খুলতে চান তাহলে ইমেইল নির্বাচন করুন, আর মোবাইল নাম্বার দিয়ে হলে ফোন নাম্বার নির্বাচন করুন। তারপর আপনার ইমেইল/ফোন দিন এবং একটি পাসওয়ার্ড দিন।
ছবিতে দেখানো নিচের চেকবক্সে টিক মার্ক দিন এবং ক্রিয়েট পার্সোনাল একাউন্টে ক্লিক করুন।

বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং
বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং

আপনার ইমেইল অথবা ফোন নাম্বার যেটা ব্যবহার করেছেন সেখানে একটা কোড যাবে। সেটা ভেরিফিকেশন কোডের জায়গায় দিন এবং সাবমিট এ ক্লিক করুন।

এইখানে এসে আপনি আপনার দেশ নির্বাচন করবেন। তারপর, আপনার আইডি কার্ডে থাকা নাম, জন্ম তারিখ এবং আইডি নাম্বার দিন। এইখানে প্যান কার্ড নাম্বার লেখা আছে কিন্তু বাংলাদেশ থেকে হলে আইডি কার্ড/স্মার্ট কার্ড নাম্বার চাইবে। তারপর কন্টিনিউ এ ক্লিক করবেন।

বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং
বাইন্যান্স একাউন্ট এবং বাইন্যান্স ট্রেডিং

এইখানে আপনি বাইন্যান্স একাউন্ট খোলার জন্য কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান সেটা নির্বাচন করুন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। কন্টিনিউ এ ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার নির্বাচন করা ভেরিফিকেশন ডকুমেন্ট এর ছবি দিতে বলবে। সব তথ্য ঠিক মত দেখা যায় এইরকম ছবি তুলবেন এবং সাবমিট করবেন। আমরা মোটামুটি বাইন্যান্স একাউন্ট খোলার শেষ পর্যায়ে এসে গিয়েছি। এই পর্যায়ে আপনাকে আপনার মুখ(ফেস) ভেরিফিকেশন এর জন্য অনুরোধ করবে। আপনার ক্যামেরা দিয়ে আপনি আপনার ফেস ভেরিফিকেশন সাবমিট করবেন।

ব্যস, বাইন্যান্স একাউন্ট খোলার জন্য আপনার কাজ শেষ। এখন কিছু সময় অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বাইন্যান্স কয়েক ঘন্টার মধ্যেই আপনার একাউন্ট ভেরিফাই করে দিবে।

বাইন্যান্স ট্রেডিং কি

বাইন্যান্স ট্রেডিং বলতে বাইন্যান্স এক্সচেঞ্জে ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করাকেই বোঝায়। ট্রেডিং এর জন্য বাইন্যান্স বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ। এর কারণ, তারা ভালোমানের ক্রিপ্টোকারেন্সি লিস্টিং করে এবং ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছে। কয়েনমার্কেটক্যাপ এর তথ্য অনুসারে, তাদের এক্সচেঞ্জে বর্তমানে প্রতিদিন ১৫০০ কোটি ডলার লেনদেন হয়ে থাকে। বাইন্যান্স এ ট্রেডিং করতে হলে প্রথমেই আপনাকে বুঝতে হবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি

যে কোন ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যত দাম কেমন হতে পারে এটা গবেষনা করে উক্ত ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়কে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বলা হয়। ক্রিপ্টোকারেন্সির দাম সবসময়ই উঠানামা করে থাকে। এই উঠানামাকে কাজে লাগিয়ে প্রফিট করার উদ্দেশ্য নিয়ে আপনি কোন ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করার নামই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি সেটা তো সংক্ষেপে বলা হল। চলুন দেখা নেয়া যাক কিভাবে বাইন্যান্স এ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করবেন।

বাইন্যান্স এ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং

বাইন্যান্স এ ট্রেডিং করা খুবই সহজ। আপনাকে সব ব্যাসিক ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে হবে। নিচে আমি বাইন্যান্স ট্রেডিং এর জন্য কি কি প্রয়োজন তার একটা তালিকা শেয়ার করছি।

উপরের এই তালিকা সম্পন্ন করতে পারলেই আপনি বাইন্যান্স ট্রেডিং করতে পারবেন। বাইন্যান্স ট্রেডিং এ বিভিন্ন ধরনের অপশন রয়েছে। স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং। নতুন ট্রেডার হিসেবে আপনাকে অবশ্যই স্পট ট্রেডিং করা উচিত। স্পট ট্রেডিং এর জন্য প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন কয়েন এবং কোন পেয়ার এ ট্রেডিং করবেন। নতুন হিসেবে বেশিরভাগ সময় আপনার স্টেবলকয়েন এ ট্রেডিং করা উচিত। এইখানে কয়েন বলতে আপনি কোন কয়েনে বিনিয়োগ করবেন সেটাকে বোঝানো হয়েছে। আর পেয়ার বলতে আপনি কোন কয়েন দিয়ে আপনার কয়েনে বিনিয়োগ করবেন সেটা বোঝানো হয়েছে। ধরে নিন, আপনি ডোজকয়েন এ বিনিয়োগ করবেন। কিন্তু ডোজকয়েন এ বিনিয়োগ করতে তো আপনার ডলার লাগবে। আপনার কাছে ডলার যদি USDT এ থাকে তাহলে আপনি USDT পেয়ার এ ট্রেডিং করতে পারেন।

বাইন্যান্স ট্রেডিং এ কিছু সতর্কতা

নতুন ট্রেডাররা বাইন্যান্স ট্রেডিং এ বেশকিছু ভুল করে থাকে। আমি সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণগুলো এইখানে তুলে ধরার চেষ্টা করলাম।

  • ট্রেডিং এর স্ট্র্যাটেজি ঠিক না করা।
  • টেকনিক্যাল এনালাইসিস না করে মনমত কয়েন ক্রয় বিক্রয় করা।
  • স্টপলস ব্যবহার না করা।
  • প্রফিট টার্গেট সেট না করা।

এইগুলো একদম ব্যাসিক। বাইন্যান্স ট্রেডিং এর জন্য এই ব্যাপারগুলো বিস্তারিত জানা উচিত। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং গাইডলাইন এ এইটা আমাদের প্রথম পোস্ট। আমরা পরবর্তীতে টেকনিক্যাল এনালাইসিস কিভাবে করা যায় এবং ট্রেডিং এর অন্যান্য টার্মগুলো নিয়ে সিরিজ আকারে আর্টিকেল প্রকাশ করবো।

বাইন্যান্স সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন

বাইন্যান্স নিয়ে আমরা ফেসবুক গ্রুপে প্রতিদিন অনেক প্রশ্ন পেয়ে থাকি। এছাড়াও কোরা কিংবা অন্যান্য প্ল্যাটফর্মেও রয়েছে অনেক প্রশ্ন। এই সেকশনে আমি নিয়মিত সব প্রশ্নের উত্তর আপডেট করার চেষ্টা করব।

বাইন্যান্স কি বাংলাদেশে বৈধ? is binance legal in bangladesh

এই প্রশ্নটা অনেকটা বিটকয়েন বাংলাদেশে বৈধ কি না কিঙ্গা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ কি না এই ধরনের। বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টোকারেন্সি কিংবা বিটকয়েনকে এখনো ব্যান বা অবৈধ করেই রেখেছে। বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। মানুষ বাইন্যান্স ব্যবহার করে থাকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কিংবা লেনদেনের জন্য। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কিংবা বিটকয়েন বৈধ নয়, সেক্ষেত্রে, বাংলাদেশে বাইন্যান্স বৈধ নয়। যদিও সবাই বাংলাদেশ থেকে বাইন্যান্স ব্যবহার করতে পারছে কারণ বাইন্যান্স আমাদের সে সুবিধা দিচ্ছে, এখন পর্যন্ত ২০২৩ সালের আপডেট, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাংলাদেশে বাইন্যান্স বৈধ নয়।

বাইন্যান্স(Binance) কিভাবে কাজ করে?

বাইন্যান্স একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এইখানে আপনি তালিকাভুক্ত যে কোন ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা ট্রেডিং করতে পারবেন। এছাড়াও, আপনি যে কোন ক্রিপ্টোকারেন্সি বিক্রয় করে বাইন্যান্সের মাধ্যমে আপনি সেটাকে টাকাতে রুপান্তর করতে পারবেন।

বাইন্যান্স(Binance) স্টেকিং কি হালাল?

বাইন্যান্সে এর স্টেকিং হালাল না কি হারাম এইটা অনেকেই জিজ্ঞেস করে থাকে যদিও এইটা খুবই সাধারন একটা প্রশ্ন। যে কোন এক্সচেঞ্জে স্টেকিং করার মানে হল আপনি তাদেরকে আপনার কয়েন ব্যবহারের অনুমতি দিচ্ছেন এবং বিনিময়ে তারা আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমান লাভ দিবে। এই লাভ কিন্তু সরাসরি সুদ। ইসলামে সুদকে অনেক নিকৃষ্ট কাজ এবং হারাম বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং, বাইন্যান্স স্টেকিং হালাল নয় বরং হারাম এবং জঘণ্য গুনাহ।

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।