রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর সম্প্রতি তারা অফিশিয়ালি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেয়া শুরু করে। আগে অনুদান নেয়ার জন্য তারা বিটকয়েন, ইথেরিয়াম এবং ইউএসডিটি ব্যবহার করে এসেছে। আজক সকালে তারা একটি পোলকাডট এড্রেস তাদের টুইটারে পোস্ট করেন।
পোলকাডট প্রতিষ্ঠাতা সেই এড্রেস কিছুক্ষণ আগে ৫ মিলিয়ন ডলার সমপরিমাণ ডট (DOT) পাঠান এবং সেটা টুইটারে ইউক্রেন এর পোস্টে রিপ্লাই দিয়ে জানান।
গ্যাভিন উড উক্ত পোস্টে তার ট্রাঞ্জেকশন আইডি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি ২৯৮৩৬৭ ডট ইউক্রেনের পোলকাডট এড্রেসে পাঠান যার ভ্যালু লেনদেন করার সময় ছিল ৫ মিলিয়ন ডলার।
এর আগে গতকাল FTX এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা স্যাম ২৫০০০০ ডলার এবং chain.com এর সিইও দিপক ২৭৭০০০ ডলার অনুদান দেন। গতকাল পর্যন্ত সর্বমোট অনুদান ছিল প্রায় ২০ মিলিয়ন ডলার যা বর্তমানে ২৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।