এয়ারড্রপ শব্দটি ক্রিপ্টোকারেন্সি জগতে খুবই জনপ্রিয় একটা শব্দ। ২০১৬/১৭ সালের দিকে এয়ারড্রপের মাধ্যমে ফ্রি ক্রিপ্টোকারেন্সি পেয়ে বড়লোক হয়েছেন অনেক মানুষ এমন নজিরও আছে। উদাহরণস্বরুপ রাই ব্লকের কথাই বলি। যারা ২০১৬ সালে রাই ব্লক ক্লেইম করেছেন শুধুমাত্র ক্যাপচা পূরণের মাধ্যমে, তারাও অনেক টাকা সেসময় ইনকাম করেছেন। আর যারা রাই ব্লক হোল্ড করেছিলেন দীর্ঘ দিনের জন্য? আগে বলে রাখি প্রতিদিন যারা ৮ ঘন্টা সময় ব্যয় করে ক্যাপচা ক্লিক করেছে তারা ৫-৬ হাজারের বেশি রাই ব্লক পেয়েছে প্রথম দিকে। রাই ব্লকের বর্তমান নাম ন্যানো (NANO), যা বর্তমানে বাইন্যান্স একচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। ২০১৬ সালে ফ্রিতে দেওয়া এই কয়েন ২০১৮ সালে দাম উঠেছিল ৩৭ ডলার। ভেবে নিন আপনি এক সপ্তাহ কাজ করেছেন ফুল টাইম এবং ২০১৮ এর অল টাইম হাই এ বিক্রয় করেছেন।
সেসময় বেশিরভাগ এয়ারড্রপ মানেই ছিল নিশ্চিতভাবে টাকা পাওয়া কিন্তু বর্তমানে বেশিরভাগ এয়ারড্রপ স্ক্যাম। এই আর্টিকেলে আমরা জানবো এয়ারড্রপ কি, কিভাবে অংশগ্রহণ করতে হয় এবং এয়ারড্রপে অংশগ্রহণ করা নিরাপদ কি না।
এয়ারড্রপ (Airdrop) কি?
এয়ারড্রপ হল মুলত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি বিতরণ করা। ফ্রি বললে ভুল হবে যদিও কারণ, একেবারে ফ্রিতে খুব কম প্রজেক্টই এয়ারড্রপ দিয়ে থাকে। বেশিরভার প্রজেক্টে আপনাকে ছোটখাটো কিছু কাজ করতে হয় যার বিনিময়ে আপনাকে কিছু ক্রিপ্টোকারেন্সি দেয়া হয়। যেহেতু এইটা ফ্রিতে দেয়া হয়, তাই এইটাকে এয়ারড্রপ বলা হয়, মানে শুন্য থেকে পাওয়া বোঝায়।
এয়ারড্রপ (Airdrop) এর কাজ কি?
এয়ারড্রপ এর কাজ কি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আসলে এয়ারড্রপ কেন করা হয়। বেশিরভাগ প্রজেক্ট এয়ারড্রপ এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি দেয়ার উদ্দেশ্য হল মার্কেটিং। মানে উক্ত কয়েনের কথা যেন সবাই জানে, সে উদ্দেশ্যে মানুষকে কিছু ছোট খাটো কাজের বিনিময়ে কয়েন দেয়া হয়। তবে, বর্তমানে সে যুগের অবসান হয়েছে বলা চলে। আগে যদিও সোশ্যাল মিডিয়া শেয়ার, গ্রুপে জয়েন ইত্যাদির মাধ্যমে এয়ারড্রপ দেয়া হত, বর্তমানে কোন ভালো প্রজেক্ট এই পথে আগায় না। অনেকেই এখনো এইভাবে এয়ারড্রপ দিয়ে থাকে তবে এদের বেশিরভাগ প্রজেক্টের কোন ভ্যালু আসলে থাকে না।
বর্তমানে যেসব প্রজেক্ট সলিড, সেগুলো তাদের প্রজেক্ট/প্ল্যাটফর্ম ব্যবহারের উপর ভিত্তি করেই এয়ারড্রপ দিয়ে থাকে।
এয়ারড্রপ অংশগ্রহণ কি নিরাপদ?
বর্তমানে বেশিরভাগ এয়ারড্রপে অংশগ্রহণ করে খুব ভালো রিওয়ার্ড পাওয়া যায় না, যেমনটা আগে পাওয়া যেত। এর পাশাপাশি স্ক্যামের ব্যাপার তো থেকেই যাচ্ছে। বর্তমানে অনেক এয়ারড্রপ রয়েছে যেগুলো আসলে কোন রিওয়ার্ড তো দেয় না, বরং আপনার ওয়ালেটকে বিভিন্ন ডেফি কিংবা ওয়েব ৩ এর সাথে সংযুক্ত করতে বলে যেখানে স্মার্ট কন্ট্রাক্টে কি লেখা আছে সেটা আমরা জানিই না। আপনি যখন এপ্রুভাল দিবেন তখন আপনার ওয়ালেটের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এ জন্য যেনতেন এয়ারড্রপে অংশগ্রহণ করা খুবি ঝুঁকিপূর্ণ। এ জন্য আপনাকে শুধুমাত্র ভালো প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করতে হবে। আজেবাজে এয়ারড্রপে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমরা শুধুমাত্র ভালো কোয়ালিটি এবং ঝুঁকিমুক্ত এয়ারড্রপ শেয়ার করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল- https://t.me/coinalap_airdrop