‘আমরা খুব দ্রুত একটি পদক্ষেপ নিচ্ছি এবং অবিলম্বে সেই খসড়া বিল সংসদে পাঠানোর ব্যবস্থা করছি।’ বলেন এরদোগান। যদিও তিনি বিস্তারিত ভাবে কিছু বলেননি । তবে গত সেপ্টেম্বর মাসে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে ভাবনার কথা বলেছিলেন।
বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি তুরস্কে খুব সাড়া ফেলে এবং অল্প দিনের মধ্যেই প্রান্তিক পর্যায়েও সেটির ব্যবহার শুরু হয়েছে। অন্যদিকে দেশটির মুদ্রা লিরার মান ডলারে বিপরীতে কমতে শুরু করেছে। অনেক ভোক্তা এই সমস্যা সমাধানের অন্যতম পথ হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে দেখছেন।
কিন্তু ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সিকে লিরার জন্য হুমকি মনে করে আসছে এরদোগান সরকার। লিরাকে শক্তিশালী করার মাধ্যমে তুরস্কের অর্থনীতিকে আরো মজবুত করতে চায় সরকার।
গত এপ্রিলে ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট মেথড হিসেবে নিষিদ্ধ করতে চেয়েছিল সরকার। যদিও এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ তুরস্কে।
বর্তমান সরকার ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ না করে এর আইনগুলো সংশোধন করে রাষ্ট্রোপযোগী করার চিন্তাভাবনা করছে বলে আরেকটি সুত্র থেকে জানা যায়।
তুরস্কে রাতারাতি দুইটি ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ থডেক্স এবং ভেবিটকয়েন অদৃশ্য হওয়ার পর ট্রেজারি ও অর্থমন্ত্রী লুতফি এলভান একচেঞ্জ দুটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এতে গ্রাহকেরা একচেঞ্জ গুলোতে এক্সেস হারিয়েছে।