অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ AscendEX হ্যাকের শিকার হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি হ্যাকের শিকার হয়েছিল। বলা হচ্ছে সেটার ধারাবাহিকতায় AscendEX এর ঘটনাটি ঘটেছে।
একচেঞ্জটি স্বীকার করেছে যে, ইথেরিয়াম, বাইনান্স স্মার্ট চেইন, পলিগন এর মাধ্যমে গতকাল ১২ ডিসেম্বর প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের কয়েন হ্যাক হয়েছে।
তাদের অনুসন্ধানে জানা যায়, শুধুমাত্র হট ওয়ালেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোল্ড ওয়ালেট আক্রান্তের শিকার হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের কোম্পানি থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ট্রেডিং প্লাটফর্মটি এখনো পরিস্কার ভাবে জানায়নি মূলত কোন কয়েনগুলো উইথড্র করা হয়েছে। যদিও ব্লকচেইন সিকিউরিটি ও ডাটা এনালাইস্ট ‘প্যাকশিল্ড’ ৮০ মিলিয়ন ডলার উইথড্র হয়েছে বলে অনুমান করছে।
প্যাকশিল্ড এর মতে ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের বেশি উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ইথেরিয়াম ৬০ মিলিয়ন, বিএসসি ৯.২ মিলিয়ন, এবং পলিগন ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের কয়েন।
সিঙ্গাপুর ভিত্তিক একচেঞ্জটির সারাবিশ্বে ১ মিলিয়নের অধিক ব্যবহারকারী রয়েছে। একচেঞ্জটি পূর্বে Bitmax নামে পরিচিত ছিল।