বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বেচাকেনার প্রতিষ্ঠান ওয়ালমার্ট সম্ভবত ক্রিপ্টোকারেন্সি ও ননফাঞ্জিবল টোকেন (NFT) নিয়ে আসতে যাচ্ছে।
এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, গতবছর ডিসেম্বরে কিছু ট্রেডমার্ক ডকুমেন্ট থেকে পাওয়া তথ্য থেকে এমনটা ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি নিজস্ব ব্লকচেইনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উন্মুক্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। তারা ইতোমধ্যে ব্লকচেইনের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে।
পৃথিবীজুড়ে ওয়ালমার্টের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার এই পদক্ষেপ ক্রিপ্টোজগতকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ালমার্ট মোট ৭টি ট্রেডমার্ক নিয়েছে। এ ট্রেডমার্ক আবেদনপত্রগুলো দেখে বোঝা যাচ্ছে ক্রিপ্টোর পাশাপাশি খুব শিগগিরই প্রতিষ্ঠানটি ভার্চুয়াল পণ্য হিসেবে অনলাইনে ননফাঞ্জিবল টোকেন বেচাকেনা শুরু করবে যা তাদের অনুমোদিত ক্রিপ্টোকারেন্সিতে ক্রয় করা যাবে।
এ ছাড়াও ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল টোকেন লেনদেনের জন্য ওয়ালমার্ট বিশ্বব্যাপী ক্রিপ্টোনির্ভর ফিন্যানশিয়াল সার্ভিসও চালু করতে যাচ্ছে।
অন্যদিকে মেটাভার্সের জগতেও এক পা ফেলতে যাচ্ছে এই জায়ান্ট কোম্পানি। তারা অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির জন্য ফিটনেস অ্যাপ্লিকেশন নিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির নিজেদের থেকে বিস্তারিত কোন বিবরণ এখনো পাওয়া যায়নি তবে নতুনত্বকে গ্রহণ করার সাবলীল পরিচয় সবসময়ই দিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।